দেশের মূল্যবান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাসের বহুমাত্রিক ব্যবহার, যানবাহনে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বায়ুদূষণরোধ এবং জ্বালানি আমদানির নির্ভরতা হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্য নিয়ে ১ জানুয়ারি ১৯৮৭ তারিখে ‘কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কোম্পানী লিমিটেড’ গঠন করা হয়। পরবর্তীতে কোম্পানির কর্মপরিধি বৃদ্ধির ফলে ৯ ফেব্রুয়ারি ১৯৯১ তারিখে কোম্পানির এ নাম পরিবর্তন করে রাখা হয় ‘রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)'।
পরিবেশ উন্নয়নে যানবাহনে সিএনজি (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ, বাংলাদেশে সিএনজি জ্বালানি নির্ভর পরিবহণ অবকাঠামো নির্মাণ, তদারকি, বাণিজ্যিকভাবে এর পরিচালন, সম্প্রসারণের দায়িত্ব পালনসহ সিলেটের গ্যাস ক্ষেত্রসমূহে প্রাপ্ত কাঁচামাল এনজিএল-কনডেনসেট প্রসেস করে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পেট্রোল ও ডিজেল উৎপাদন-বিপণন, আশুগঞ্জ স্থাপনায় কনডেসেট হ্যান্ডলিং এবং লিকুইফাইড ন্যাচরাল গ্যাস (এলএনজি) সংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব এ কোম্পানির ওপর ন্যস্ত করা হয়েছে।