Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে কক্সবাজার জেলার মহেশখালীতে দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) স্থাপন করা হয়। উক্ত টার্মিনাল দু’টির মাধ্যমে জাতীয় গ্যাস গ্রীডে আরএলএনজি সরবরাহ করা হচ্ছে যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড এর এলএনজি ডিভিশনের মাধ্যমে এলএনজি আমদানি ও জাতীয় গ্যাস গ্র্রীডে আরএলএনজি (RLNG) সরবরাহ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোম্পানির এলএনজি ডিভিশনের আওতায় ২০১৮ সালে চট্টগ্রামে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়। উক্ত আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নিম্নবর্ণিত কাজ সম্পাদন করা হচ্ছে:

  • Operation Monitoring Officer (OMO) এর মাধ্যমে টার্মিনালদ্বয়ের LNG Regasification এবং জাতীয় গ্যাস গ্রীডে RLNG সরবরাহ কার্যক্রম মনিটরিং করা;
  • টার্মিনাল সংশ্লিষ্ট PSV (Port Service Vessel) সমূহের ফুয়েল, লুবওয়েল এবং ফ্রেশ ওয়াটার বাঙ্কারিং কার্যক্রম সমূহ তদারকি ও তদসংশ্লিষ্ট At Cost Charge সমূহ পরিশোধের কার্যক্রম গ্রহণ করা;
  • এলএনজি আমদানির বিপরীতে আরপিজিসিএল সেল্ফ সিএন্ডএফ এজেন্ট হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউজে সিএন্ডএফ সংক্রান্ত কার্যাদি সম্পাদন করা;
  • নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণে জিটিসিএল, কেজিডিসিএলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা;
  • FSRU, LNG Cargo ও PSV সমূহের অবস্থান, আগমন/বহির্গমন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা ইত্যাদি।

 

স্থাপনা প্রধান 

প্রকৌ. মোহাম্মদ নাছির উদ্দিন

উপমহাব্যবস্থাপক (এলএনজি)

মোবাইল : ০১৯৪৮ ৭০৫ ৩১১

E-mail : dgmlng.ctg@rpgcl.org.bd

 

যোগাযোগের ঠিকানা 

চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)

সিডিএ কাজীর দেউড়ী এপার্টমেন্ট কমপ্লেক্স

লেভেল-১০, ফ্ল্যাট-১১/ই ও ১১/এফ

কাজীর দেউড়ী, চট্টগ্রাম।