দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে কক্সবাজার জেলার মহেশখালীতে দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) স্থাপন করা হয়। উক্ত টার্মিনাল দু’টির মাধ্যমে জাতীয় গ্যাস গ্রীডে আরএলএনজি সরবরাহ করা হচ্ছে যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড এর এলএনজি ডিভিশনের মাধ্যমে এলএনজি আমদানি ও জাতীয় গ্যাস গ্র্রীডে আরএলএনজি (RLNG) সরবরাহ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোম্পানির এলএনজি ডিভিশনের আওতায় ২০১৮ সালে চট্টগ্রামে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়। উক্ত আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নিম্নবর্ণিত কাজ সম্পাদন করা হচ্ছে:
স্থাপনা প্রধান
প্রকৌ. মোহাম্মদ নাছির উদ্দিন
উপমহাব্যবস্থাপক (এলএনজি)
মোবাইল : ০১৯৪৮ ৭০৫ ৩১১
E-mail : dgmlng.ctg@rpgcl.org.bd
যোগাযোগের ঠিকানা
চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)
সিডিএ কাজীর দেউড়ী এপার্টমেন্ট কমপ্লেক্স
লেভেল-১০, ফ্ল্যাট-১১/ই ও ১১/এফ
কাজীর দেউড়ী, চট্টগ্রাম।