Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২১

পরিচালন কার্যক্রম

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড-এর এলএনজি ডিভিশনের আওতায় এলএনজি সংক্রান্ত টার্মিনাল ডেভেলপমেন্ট, এলএনজি আমদানি, রিগ্যাসিফাই ও জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপারেশন ডিভিশনের আওতায় সিলেটের কৈলাশটিলা এলপিজি প্লান্টে প্রাকৃতিক গ্যাসের উপজাত হিসেবে প্রাপ্ত এনজিএল ও কনডেনসেট প্রসেস করে এলপিজি, এমএস (পেট্রোল) ও এইচএসডি (ডিজেল) উৎপাদন ও বিপণনসহ কোম্পানির আশুগঞ্জ স্থাপনায় কনডেনসেট হ্যান্ডলিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিএনজি ডিভিশনের আওতায় ঢাকার খিলক্ষেতে অবস্থিত সিএনজি সেন্ট্রাল ওয়ার্কশপে যানবাহন সিএনজিতে রূপান্তর, সিলিন্ডার রিটেস্ট ও রিফুয়েলিং স্টেশন থেকে সিএনজি সরবরাহ করা হচ্ছে। দনিয়ায় অবস্থিত জোনাল ওয়ার্কশপেও যানবাহন সিএনজিতে রূপান্তর ও সিলিন্ডার রিটেস্টের কাজ করা হচ্ছে। এছাড়া, সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ স্থাপনের অনুমোদন ও মনিটরিং করা হচ্ছে।