Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

সিএনজি সেন্ট্রাল ওয়ার্কশপ ও রিফুয়েলিং স্টেশন

যানবাহনে বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বায়ুদূষণরোধসহ পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি নির্ভরতা হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আশির দশকে কোম্পানির ‘সেন্ট্রাল ওয়ার্কশপ ও রিফুয়েলিং স্টেশন’ স্থাপনা প্রতিষ্ঠিত হয়। স্থাপনার মাধ্যমে পেট্রোল চালিত যানবাহন সিএনজি-তে রূপান্তর, সিলিন্ডার ও খুচরা যন্ত্রাংশ সংযোজন, টিউনিংসহ সিলিন্ডার পুনঃপরীক্ষণ করা হয়ে থাকে। এছাড়াও স্থাপনার রিফুয়েলিং স্টেশন থেকে সিএনজি সরবরাহ করা হয়। সিএনজি বিক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণের লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থবছর থেকে অটোবিলিং সিস্টেমে স্বয়ংক্রিয় বিল তৈরির মাধ্যমে সিএনজি বিক্রয় করা হচ্ছে। স্থাপনার যাবতীয় কার্যক্রমের বিপরীতে নগদে বিল পরিশোধের পাশাপাশি ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ রয়েছে। 

 

স্থাপনা প্রধান 

প্রকৌ. শুভ বড়ুয়া

ব্যবস্থাপক (স্থাপনা ইনচার্জ)

মোবাইল : ০১৭১৪ ০০১ ৮৭০

ই-মেইল : cworkshop@rpgcl.org.bd

 

যোগাযোগের ঠিকানা 

সেন্ট্রাল ওয়ার্কশপ ও রিফুয়েলিং স্টেশন

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)

প্লট-২৭, নিউ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।