Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল:
চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬
বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে
অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º32’04’’ N; 91º49’07’’E)
Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence.
আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার।
রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি :৬০০ এমএমএসসিএফডি।
চুক্তির মেয়াদ : ১৫(পনের) বছর (২০১৮-২০৩২)।
গ্যাস সরবরাহ শুরু : ১৯ আগষ্ট, ২০১৮।
শুরু থেকে জুলাই ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান: ৭০৩,০৮৩.২৪ এমএমএসসিএফ
টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।
Summit LNG Terminal Co. (Pvt.) Ltd কর্তৃক স্থাপিত SLNG টার্মিনাল:
চুক্তি স্বাক্ষর : ২০ এপ্রিল ২০১৭ ।
বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে
অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º33.20 N; 91º48.58 E) ।
Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Summit LNG
আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার ।
রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
চুক্তির মেয়াদ :১৫(পনের)বছর (২০১৯-২০৩৩)।
গ্যাস সরবরাহ শুরু : ৩০ এপ্রিল, ২০১৯ ।
শুরু থেকে জুলাই ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান: ৫৪০,৯৩০.৭০ এমএমএসসিএফ
টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ গ্রহন ব্যাতিত FSRU টি Summit পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।
কক্সবাজার জেলার মাতারবাড়িতে ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল স্থাপন:
কক্সবাজার জেলার মাতারবাড়িতে Build Own Operate Transfer (BOOT) ভিত্তিতে ১০০০ এমএমসিএফডি রিগ্যাস ক্ষমতাসম্পন্ন ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে গত ০৬-০৬-২০২৪ তারিখে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় মাতারবাড়ি বন্দরের 1st Phase এর অবশিষ্ট চ্যানেল ড্রেজিং কাজের সাথে 2nd Phase এর চ্যানেল ড্রেজিং এর কাজকে সংযুক্ত করে CPA কর্তৃক Variation Order প্রদানপূর্বক Contractor এর মাধ্যমে 2nd Phase এর চ্যানেল ড্রেজিং সম্পাদন করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া Variation Order এর জন্য অর্থায়নের ক্ষেত্রে আরপিজিসিএল, বিপিসি ও চবক এর মধ্যে অর্থায়নের একটি MoU স্বাক্ষর হবে। আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আরপিজিসিএল হতে খসড়া MoU প্রস্তুত পূর্বক CPA এর মতামত গ্রহণের লক্ষ্যে জ্বাখসবি’র মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। গত ১৫-০৩-২০২২ তারিখে Shortlisted প্রতিষ্ঠান বরাবর Request for Proposal (RFP) ইস্যু করা হয়। JICA কর্তৃক প্রণীত Master Plan অনুযায়ী পূর্ব নির্ধারিত স্থানে Land-Based LNG Terminal স্থাপনের বিষয়ে পিপিসি’র সর্বশেষ সভায় Proposal Submission Date আগামী ২৭-০৩-২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।