Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

এলএনজি

 

প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও ব্যবহার

 

  • দেশের জ্বালানি  চাহিদার বিপরীতে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে মেটানো হয় :  প্রায় ৭৫%  
  • বর্তমানে দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের পরিমান দৈনিক প্রায় : ২৭৫০ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট)
  • বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় : ৩৮৫০ এমএমসিএফ(মিলিয়ন ঘনফুট)
  • ২০৪১ সালে দেশে গ্যাসের দৈনিক চাহিদা হবে প্রায় : ৬৭১৩ এমএমসিএফ 
  • গ্যাস সেক্টর মাস্টারপ্লান খসড়া-২০১৭ অনুযায়ী বছর ভিত্তিক গ্যাসের চাহিদা, উৎপাদন ও ঘাটতি নিম্নরুপ :

                                                              গ্যাসের একক : মিলিয়ন ঘন ফুট/দিন (এমএমসিএফডি) 

প্রাকৃতিক গ্যাস (এমএমসিএফডি)

২০১৮

২০১৯

২০২০

২০২১

২০২৩

২০২৫

চাহিদা

৩৮৫২

৩৯৯৬

৪১৬৩

৪২১৪

৪২৭৪

৪৩৯৬

উৎপাদন

২৭১২

২৬৬৯

২৭২২

২৪১৪

২৩০৬

২০০০

ঘাটতি

১১৪০

১৩২৭

১৪৪১

১৮০০

১৯৬৮

২৩৯৬

 

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) :  

  • প্রাকৃতিক গ্যাসকে -১৬০ ডিগ্রি সে: তাপমাত্রা ও ১ বায়ুচাপে রেফ্রিজারেসন প্রক্রিয়ায় তরল করে এলএনজি (LNG-Liquefied Natural Gas) পাওয়া যায়।
  • এলএনজির প্রধান উপাদান মিথেন। তবে, সামান্য পরিমান ইথেন, প্রপেন, বিউটেন, পেন্টেনসহ অন্যান্য হাইড্রোকার্বন মিশ্রিত থাকে।
  • প্রাকৃতিক গ্যাস-কে এলএনজিতে রূপান্তর করলে এর আয়তন সংকুচিত হয়ে ৬০০ গুন কমে যায় ।
  • এলএনজি বর্ণহীন, গন্ধহীন, ননকরোসিভ, ননটক্সিক পদার্থ এবং এর ঘনত্ব কমবেশী ৪৬০ কেজি/ঘনমিটার।