সিএনজি ফিলিং স্টেশন অনুমোদন প্রক্রিয়া:
আরপিজিসিএল-এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে "রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"-এর অনুকুলে ২,৩০০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সিএনজি কনভারশন ওয়ার্কশপের অনুমোদন প্রক্রিয়া:
আরপিজিসিএল-এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে "রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"-এর অনুকুলে ২,৩০০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সিএনজি ফিলিং স্টেশন স্থানান্তর, নাম ও মালিকানা পরিবর্তনের অনুমোদন:
>> সিএনজি ফিলিং স্টেশন স্থানান্তরের আবেদন ফরম ডাউনলোড করুন।
>> সিএনজি ফিলিং স্টেশনের নাম ও মালিকানা পরিবর্তনের জন্য প্রযোজ্য দলিলাদি/তথ্যাদি।
এসআরও'র আওতায় আমদানিকৃত মালামালের প্রত্যয়নকরণ:
আবেদনের সাথে "রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"-এর অনুকুলে ১৭,২৫০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ সিএনজি স্টেশন ও রূপান্তর স্থাপন পদ্ধতি ও গাইড লাইন, ২০০৩ এবং সিএনজি স্পেয়ার ছাড়করণের প্রজ্ঞাপন, ২০২২ মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সিএনজি কার্যক্রমের বিপরীতে নির্ধারিত সেবা ফি টাকায় (১৫% ভ্যাটসহ):
সেবার নাম | সিএনজি ফিলিং স্টেশন | সিএনজি কনভারশন ওর্য়াকশপ |
আবেদন ফরম | ২,৩০০.০০ | ২,৩০০.০০ |
অনুমোদন | ১,১৫,০০০.০০ | ৫৭,৫০০.০০ |
সময়বর্ধিতকরণ | ২৮,৭৫০.০০ | ১৪,৩৭৫.০০ |
স্থানান্তর | ১,১৫,০০০.০০ | ৫৭,৫০০.০০ |
নাম ও মালিকানা পরিবর্তন | ৬৯,০০০.০০ | ৩৪,৫০০.০০ |
আমদানিকৃত সিএনজি মালামাল/যন্ত্রাংশের প্রত্যয়ণকরণ | ১৭,২৫০.০০ | ১৭,২৫০.০০ |
বাংলাদেশের সিএনজি সম্পর্কিত কর্মকান্ডঃ
>> চলমান সিএনজি ফিলিং স্টেশনের তালিকা।
>> চলমান সিএনজি কনর্ভাশন ওয়ার্কশপের তালিকা।
সিএনজি রিফুয়েলিং স্টেশন সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত অসামঞ্জস্যতা প্রসঙ্গেঃ
>> মেসার্স ঢাকা সিএনজি লিমিটেড, ১২৫, সেনপাড়া, রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা (২৮/০৫/২০২৪)
>> মেসার্স নাভানা সিএনজি লিমিটেড, দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা (১৬/০৭/২০২৪)
>> মেসার্স সোনারবাংলা সিএনজি স্টেশন, বক্সিবাজার, ঢাকা (১৬/০৭/২০২৪)
>> মেসার্স নাভানা সিএনজি লিমিটেড, দৈনিক বাংলামোর, মতিঝিল বা/এ, ঢাকা (১৬/০৭/২০২৪)
>> মেসার্স প্রগতি সিএনজি স্টেশন, কে-৮৩/বি, প্রগতিস্বরনী, কুড়িল, বিশ্বরোড, ঢাকা (৩১/০৭/২০২৪)
>> পিনাকল পাওয়ার লিমিটেড, ক-৮৫/১, কুডিল, বিশ্বরোড, ঢাকা (৩১/০৭/২০২৪)
>> মেসার্স অনন্ত এনার্জি রির্সোস লিমিটেড, কে-৬১/৫/এ, নর্দা, প্রগতিস্বরনী, ঢাকা (৩১/০৭/২০২৪)